নরসিংদীর পলাশ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন নিজে, তার পরিবারের সদস্যরা, পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সদস্য সচিব মো. বদিরুল আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একজন সম্মানিত মুক্তিযোদ্ধাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, “আমার স্বামী ৫৪ বছর আগে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। অথচ আজ ৭৫ বছর বয়সে শারীরিকভাবে অক্ষম অবস্থায় তাকে হয়রানিমূলক মামলায় জড়িয়ে অপমান করা হচ্ছে। আমাদের কোনো পুত্র সন্তান নেই। এই দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে, ইউনিয়ন বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল হক টুনু, দীর্ঘ ৪৩ বছর ধরে ভোগদখলকৃত আমাদের পারিবারিক কবরস্থানের পাঁচ শতাংশ জমি দখলের চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর সাইদুল হক টুনু কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে লাগানো গাছ কেটে বিক্রি করে দেয়, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা। ১১ সেপ্টেম্বর থানায় অভিযোগ দায়ের করা হলেও আসামিকে গ্রেপ্তার না করায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপর ১৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা পরিবারকে চাপ প্রয়োগ ও হয়রানি করার উদ্দেশ্যে আদালতে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও তার পরিবার মামলা প্রত্যাহারসহ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :