ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ধানের সাজে দুর্গা প্রতিমা, শরীয়তপুরে ব্যতিক্রমী আয়োজন

জেলা প্রতিনিধি,শরীয়তপুর | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:১৮ পিএম ধানের সাজে দুর্গা প্রতিমা, শরীয়তপুরে ব্যতিক্রমী আয়োজন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে তৈরি হচ্ছে এক অভিনব দুর্গা প্রতিমা। চিরাচরিত মাটি ও রঙের পরিবর্তে প্রতিমাটি সাজানো হচ্ছে সোনালি ধানের দানা দিয়ে। শিল্পীদের নিপুণ হাতে ধাপে ধাপে বসানো ধানে প্রতিমাটি হয়ে উঠছে অনন্য এক শিল্পকর্ম, যা ইতোমধ্যেই ভক্ত ও দর্শনার্থীদের মুগ্ধ করেছে।

সরেজমিনে দেখা যায়, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শরীয়তপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার শতাধিক মণ্ডপে প্রতিমা নির্মাণ ও আলোকসজ্জার কাজ চলছে জোরেশোরে। তবে সবচেয়ে আলোচনায় রয়েছে ঘোষপাড়ার এই ধানের প্রতিমা। প্রায় আট ফুট উচ্চতার প্রতিমাটি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে প্রায় এক মণ ধান। আড়াই মাসের দীর্ঘ শ্রমে এখন শেষ পর্যায়ে চলছে ধান বসানোর কাজ।

নারায়ণগঞ্জ থেকে আগত দর্শনার্থী মধুসূদন ঘোষ বলেন, “ধানের প্রতিমা এর আগে কখনো দেখিনি। ভিন্নধর্মী এই আয়োজন সত্যিই দারুণ।” শিক্ষার্থী উষান ঘোষও মুগ্ধতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ-ভারতের বিভিন্ন জায়গায় পূজা দেখেছি, কিন্তু এতো সুন্দর প্রতিমা আগে দেখিনি।”

প্রধান শিল্পী রাজিব সরকার জানান, সব সময় মাটি আর রঙ ব্যবহার করে প্রতিমা বানালেও এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে ধান দিয়ে প্রতিমা গড়া হয়েছে, যা এই অঞ্চলে প্রথম। মন্দির কমিটির সভাপতি গোপাল ঘোষ বলেন, “আমরা সব সময় ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি। এ বছর ধানের প্রতিমা নির্মাণ করা হচ্ছে, যা ফরিদপুর অঞ্চলে আগে হয়নি। আমরা আশা করছি, লক্ষাধিক ভক্ত এই প্রতিমা দেখতে আসবেন।”

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এ বছর শরীয়তপুর জেলায় মোট ১০১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!