রংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে মারধোর এবং পরবর্তীতে সাংবাদিকদের আটকে রেখে হেনস্তা করার ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রংপুরের বিভিন্ন মিডিয়ার দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), প্রেস ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ মহানগর ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক বাদলকে অপহরণ ও মারধোরের ঘটনা গত ১৭ সেপ্টেম্বর ঘটেছিল। ওই দিন তিনি দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স, ৫ কোটি টাকার বাণিজ্যের পায়ঁতারা’ শিরোনামে খবর প্রকাশ করেন। খবর প্রকাশের জেরে কাচারীবাজার থেকে তাকে অপহরণ করে সিটির প্রধান নির্বাহীর অফিসের সামনে নিয়ে মারধোর করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেড লাইসেন্স শাখার নেতৃত্বে কর্মকর্তারা সাংবাদিকদের ভবনের ভেতরে আটকে রেখে হেনস্তা চালিয়েছিলেন। মানববন্ধনে তারা জোর দাবি জানান, মঙ্গলবার রাত ১২টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ না হলে বুধবার দুপুরে পুলিশ কমিশনার অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হবে।
এছাড়া, সাংবাদিকরা সিটি করপোরেশনের ইতিবাচক সকল সংবাদ পরিবেশন বন্ধ রেখে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রচারের কর্মসূচি ঘোষণার কথাও জানান।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :