গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনের ঘটনায় উদ্ধার অভিযান চলছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন নিশ্চিত করেছেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ভেতরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।"
আগুনে চারজন ফায়ার সার্ভিসের কর্মী এবং গুদামের এক কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা ও মো. জয় হাসান রয়েছেন। জয় হাসানের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন লাগার সময় ভেতরে থাকা কর্মীরা দ্রুত বের হয়ে আসেন। কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের কারণে চারজন ফায়ার সার্ভিস কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :