পার্বতীপুরে ১১১ জন উপকারভোগিকে আয়মূলক কার্যক্রমের জন্য মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ। সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় পার্বতীপুর উপজেলার মোমিনপুর চন্দ্রপুর চত্তরে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী। এ সময় উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংস্থার কর্মকর্তারা।
কারিতাসের আয়মূলক কার্যক্রমের আওতায় ৮০ জন গ্রাম্য জনগণকে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন ও সমন্বিত সব্জি চাষে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৩১ জনকে অনফার্ম কার্যক্রমের আওতায় ভ্যানচাল, মুদি দোকান, দর্জি, সেলুন এবং মাছ চাষে সহ-বিনিয়োগ সহায়তা প্রদান করা হয়।
কারিতাস বাংলাদেশ দারিদ্র্য ও প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :