ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ঝিনাইদহে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:১৭ পিএম ঝিনাইদহে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কৃষ্ণনগর পাড়ার ওয়েলফেয়ার এফোর্টস (উই) সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মানবাধিকার নেটওয়ার্কের সহসভাপতি এন এম শাহজালাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. টিপু সুলতান

কনসালটেন্ট সৈয়দ রোকন উদ্দীন

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন

বিসিকের উপ-মহাব্যবস্থাপক সেলিনা রহমান

পরিবার পরিকল্পনার উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক

উই’র নির্বাহী পরিচালক শরিফা খাতুন

এছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

সভায় গত তিন মাসে জেলার অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পরে মুক্ত আলোচনায় ৬টি উপজেলার প্রতিনিধিরা নিজ নিজ এলাকার অপরাধের চিত্র তুলে ধরেন। অতিথিবৃন্দ মানবাধিকার লঙ্ঘনের নানা দিক তুলে ধরে তা নিরসনের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!