ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবীনরা বরণ হয়ে নেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরওয়াদী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলি মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ ইসমাইল হোসেন।
নবীনদের ফুল দিয়ে বরণ করার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
প্রধান অতিথি ড. কাকলি মুখোপাধ্যায় তরুণ প্রজন্মের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “তোমরা হচ্ছো আলোর পথযাত্রী। কোনোভাবেই এ সংগ্রাম থামিয়ে রাখা যাবে না। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।”
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :