ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অন্তত ১০ জন আহত

জেলা প্রতিনিধি, নরসিংদী | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:৪৪ পিএম নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অন্তত ১০ জন আহত

নরসিংদীর আলোকবালীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সাদেক মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। ঘটনায় দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

নিহত সাদেক মিয়া ছিলেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ারের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালেই আবার সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

স্থানীয়রা বলছেন, সংঘর্ষ ও হামলার পেছনে মূল কারণ হলো ভূমি ও রাজনৈতিক আধিপত্য সংক্রান্ত বিরোধ। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!