ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৪ জন আহত

ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি, দিনাজপুর | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪১ পিএম ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে হামলা, একই পরিবারের ৪ জন আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ইছলা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মাসুদ আলম জানান, তার মালিকানাধীন ১.৪৫ একর জমিতে একটি পুকুর রয়েছে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি পূর্ব শত্রুতার কারণে স্থানীয় কিছু লোক পুকুরটি দখলের চেষ্টা চালাচ্ছিল।

ঘটনার দিন দুপুরে বাদশা মিয়ার ছেলে আজিম উদ্দিন ও আজিজ মিয়াসহ প্রায় ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে জাল ফেলে মাছ ধরতে থাকে। বাধা দিতে গেলে তারা মাসুদ আলমকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার জেঠাতো ভাই কামরুজ্জামান এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে আহত করা হয় এবং নাকে গুরুতর চোট লাগে। এ সময় মাসুদের ভাতিজা রাকিবুজ্জামান রিপন ও নাহিদুল ইসলাম রিয়াজও হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংঘর্ষের সময় প্রায় ৫ মণ মাছ ভ্যানে তোলেন, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। আহতরা দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!