ফরিদপুর-৩ সদর আসনের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন আসনের সাবেক সংসদ সদস্য ও সমাজসেবক এ কে আজাদ। রবিবার রাতে ফরিদপুর শহরের ঝিলটুলির নিজ বাসভবনে এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে আজাদ। বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী সুরবরানন্দ, শ্রীধাম শ্রীঅঙ্গনের প্রধান সেবাইত মানস বন্ধু ব্রহ্মচারী, ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অসীম কুমার সাহা, সাবেক অধ্যক্ষ রমা সাহা, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ সাহা, সহ-সভাপতি ননীগোপাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়সহ আরও অনেকে।
সদর উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, শোভারামপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, অধ্যাপক রবীন্দ্রনাথ রায়সহ স্থানীয় সুধীজনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দ সাহা।
বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। এ বছর ফরিদপুর সদর উপজেলায় ১৯৮টি দুর্গা প্রতিমা স্থাপিত হচ্ছে বলে জানান তারা। পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবার সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথি এ কে আজাদ তার বক্তব্যে বলেন, "আপনাদের ভালোবাসায় আমি অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এজন্য আমি কৃতজ্ঞ। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করুন। এ বিষয়ে কোনো প্রতিবন্ধকতা হবে না বলে আমি আশ্বস্ত করছি।"
এছাড়া আগামী দিনে তার রাজনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :