দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি গুদাম থেকে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডুগডুগি এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা বেগমসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন। অভিযুক্ত আনোয়ারা বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুনিয়াগাড়ী গ্রামের আব্দুল মতিন মণ্ডলের স্ত্রী। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে ডুগডুগি এলএসডি গুদামে দায়িত্ব পালন করছিলেন। তবে ঘটনার পর থেকেই তিনি লাপাত্তা। উল্লেখ্য, দুই মাসের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল।
গত ১৫ এপ্রিল গুদাম পরিদর্শনে গিয়ে চাল ও বস্তার সংকট দেখতে পান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। বিষয়টি জেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হলে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ২৫ এপ্রিল আনোয়ারা বেগম অসুস্থতার অজুহাতে ছুটিতে গেলে আর কর্মস্থলে ফেরেননি। একাধিকবার নোটিশ দিয়েও তাকে পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার তদন্ত কমিটি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের উপস্থিতিতে গুদামের তালা ভেঙে চালের হিসাব-নিকাশ করে। সেখানে দেখা যায়, হিসাব অনুযায়ী গুদামে থাকার কথা ৩৯ হাজার ৫৮৪ বস্তা চাল, কিন্তু পাওয়া গেছে মাত্র ২১ হাজার ৫৯৮ বস্তা। অর্থাৎ ১০ হাজার ৬৬ বস্তা চাল গুদাম থেকে উধাও। এর পরিমাণ ৬১৬ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা। এছাড়া ৫০ কেজি ওজনের ৪ হাজার ২৭৮টি খালি বস্তাও পাওয়া যায়নি, যার মূল্য আরও প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা।
ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মণ্ডল জানান, নিয়মিত পরিদর্শনে অনিয়ম ধরা পড়ার পরই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আত্মসাতের প্রমাণ মেলে। এরপর আনোয়ারা বেগমসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :