ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সদরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর | অক্টোবর ১২, ২০২৫, ০২:৪৯ পিএম সদরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফরিদপুরের সদরপুরে সারা দেশের ন্যায় শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান সরকার।  

 

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান সরকার,  সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শ্যাম সুন্দর সাহা ও সৌরভ চক্রবর্তী প্রমুখ।

 

১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র-ছাত্রী টার্গেট ৩৫ হাজার ১৭৯ জন।  
১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর  স্কুল  বহির্ভূত  ৮ মাস থেকে ১৪ বছর পর্যন্ত  ছেলে মেয়ের টার্গেট ১৯২৮৩ জন।

 

সদরপুর উপজেলায় ২৯৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টিকাদান ক্যাম্পেইন সেবা পাবে। 

 

কালের সমাজ/ র.জ./ সাএ

 

 

Side banner
Link copied!