বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিআরসহ ৫ দফা দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ. ম. আব্দুর রাকিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির এবং নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের এমপি পদপ্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আ স ম সায়েম, নওগাঁ-৬ আসনের এমপি পদপ্রার্থী ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, সাবেক জেলা শিবির সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাড. আব্দুর রহিম এবং নওগাঁ পৌর জামায়াতের আমির মাও. ওবায়দুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা এবং ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কালের সমাজ/ ম./ সাএ
আপনার মতামত লিখুন :