ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

পার্বতীপুরে নকল বই বিক্রির অপরাধে আজিজ লাইব্ররীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

জেলা প্রতিনিধি, দিনাজপুর | অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৩৪ পিএম পার্বতীপুরে নকল বই বিক্রির অপরাধে আজিজ লাইব্ররীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরের পার্বতীপুরে আজিজ বুক ডিপো (আজিজ লাইব্রেরী) নামে এক লাইব্ররী থেকে বিপুল পরিমাণ নকল বই উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল বই বিক্রির অপরাধে আজিজ লাইব্রেরীকে  ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে শহরের নতুন বাজার স্বর্ণপট্টিতে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মাহমুদ হুসাইন রাজু জানান-  সরকার অনুমাদিত বিভিন প্রকাশনীর বইয়ের আড়ালে দীর্ঘদিন যাবত নিম্নমানের কাগজে একই মোড়ক ছাপানো নকল বই বিক্রির মাধ্যম প্রতারণা করে আসছিল আজিজ লাইব্রেরী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জরিমানা ও নকল   জব্দ করা হয়। আজিজ লাইব্রেরীর মালিক মোঃ আজিজ বিষয়টি স্বীকার করেছেন। 

 

কালের সমাজ/ রি. / সাএ

Side banner
Link copied!