দিনাজপুরের পার্বতীপুরে আজিজ বুক ডিপো (আজিজ লাইব্রেরী) নামে এক লাইব্ররী থেকে বিপুল পরিমাণ নকল বই উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল বই বিক্রির অপরাধে আজিজ লাইব্রেরীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে শহরের নতুন বাজার স্বর্ণপট্টিতে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হুসাইন রাজু।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মাহমুদ হুসাইন রাজু জানান- সরকার অনুমাদিত বিভিন প্রকাশনীর বইয়ের আড়ালে দীর্ঘদিন যাবত নিম্নমানের কাগজে একই মোড়ক ছাপানো নকল বই বিক্রির মাধ্যম প্রতারণা করে আসছিল আজিজ লাইব্রেরী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জরিমানা ও নকল জব্দ করা হয়। আজিজ লাইব্রেরীর মালিক মোঃ আজিজ বিষয়টি স্বীকার করেছেন।
কালের সমাজ/ রি. / সাএ
আপনার মতামত লিখুন :