ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বান্দরবানে দ্বিতীয়বার হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বান্দরবান | অক্টোবর ১৮, ২০২৫, ০৬:৫১ পিএম বান্দরবানে দ্বিতীয়বার হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পার্বত্য জেলার মনোরম প্রাকৃতিক পরিবেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন সিজন-২’ প্রতিযোগিতা। শনিবার (১৮ অক্টোবর) সকালে রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ মোট ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন।

প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়— ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং বেটার রান। এর মধ্যে ৬৫ জন ছিলেন নারী দৌড়বিদ।

সকাল ৬টায় বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এরপর দৌড় চলে চিম্বুক সড়কের উঁচু-নিচু ও আঁকাবাঁকা পাহাড়ি পথে। সকাল ১০টায় ম্যারাথনটির সমাপ্তি ঘটে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি পথে দৌড়াতে পেরে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

হিলস রানার আয়োজিত এই প্রতিযোগিতার আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল বলেন,

“বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশে তুলে ধরা এবং স্থানীয় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই আয়োজন ধীরে ধীরে একটি বার্ষিক উৎসবে পরিণত হচ্ছে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। স্থানীয়রা মনে করছেন, এমন উৎসবমুখর আয়োজন বান্দরবানের পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!