ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও খাবার বিতরণে উৎসবমুখর পরিবেশ

জেলা প্রতিনিধি, মাদারীপুর | অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪৬ পিএম মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  আনন্দ র‍্যালি ও খাবার বিতরণে উৎসবমুখর পরিবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা ও উপজেলা পর্যায়ে আনন্দ র‍্যালি ও খাবার বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বেপারীর উদ্যোগে এবং মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জাহান্দার আলীর তত্ত্বাবধানে দুপুর ১২টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানান।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলাতেও অনুরূপ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!