ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাজীপুর উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | অক্টোবর ২৮, ২০২৫, ০৪:১৩ পিএম ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ন্যায়বিচার, জনগণের অধিকার ও পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো শহর আন্দোলনের স্পন্দনে মুখরিত হয়ে ওঠে।

গত ২৭ অক্টোবর, রোজ সোমবার সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও সিরাজগঞ্জ–২ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। তার বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক গুরুত্বারোপ করেন।

বক্তব্যে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা সম্প্রতি কুরুচিপূর্ণ ও অশোভন মন্তব্য করেছেন, যার বিরুদ্ধে সমাবেশে প্রকাশ্যভাবে প্রতিবাদ জানানো হয়। এ প্রসঙ্গে অধ্যাপক জাহিদুল ইসলাম সতর্ক করে বলেন, “যদি তিনি জনসাধারণের কাছে ক্ষমা না চান এবং এই বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।”

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সদর থানার আমির অ্যাডভোকেট নাজিমুদ্দিন, সদর থানার সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমান, সদর থানার সাবেক আমির মাওলানা মোঃ আতাউর রহমান মাস্টার, এবং সদর থানার নায়েবে আমির মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়ের শাসন ও আইনের মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের অংশগ্রহণে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা একইসঙ্গে সমাজজুড়ে নৈতিকতা, মূল্যবোধ ও জনহিত সংরক্ষণের ওপর জোর দেন।

নেতাকর্মীরা জানান, মানুষের ন্যায্য অধিকার আদায়ের এই আন্দোলন কেবল সিরাজগঞ্জে নয়— সারা বাংলাদেশে নতুন প্রত্যয়ের সঞ্চার করেছে। সমাবেশ শেষে ‘আমরা ন্যায় চাই, আমরা অধিকার চাই’— এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জের রাজপথ।

“ন্যায়ের পথে অবিচল সংগ্রাম — শহীদদের ত্যাগ আমাদের প্রেরণা।”

 

কালের সমাজ /সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!