প্রবালদ্বীপ সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের অপেক্ষার অবসান হয়েছে। চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে প্রথমদিনেই তিনটি জাহাজে মোট ১২শ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ তিনটি সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়।
ঢাকা থেকে আসা পর্যটক অরূপ হোসেন বলেন, প্রথমবারের মতো সেন্টমার্টিন যাচ্ছি। সত্যিই রোমাঞ্চকর লাগছে। প্রশাসনের প্রস্তুতি এবং তৎপরতা দেখে আশ্বস্ত হয়েছি- আশা করছি সময়গুলো দারুণ কাটবে।
অন্যদিকে চট্টগ্রাম থেকে আসা রোকসানা আলী বলেন, সেন্টমার্টিন আমার প্রিয় জায়গা। আগে টেকনাফ থেকে তাড়াতাড়ি যাওয়া যেত, এখন দূরত্ব একটু বেশি হলেও দ্বীপে পৌঁছানোর পর সেই কষ্ট ভুলে যাই। প্রাকৃতিক প্রশান্তির জন্যই বারবার এখানে আসি।
‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রশাসনের অনুমোদন অনুযায়ী ৬টি জাহাজ চলাচলের অনুমতি পেলেও যাত্রীর অনুপাত বিবেচনায় প্রথমদিন তিনটি জাহাজ চলাচল করছে। প্রতিদিন জোয়ার–ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। বিকেলে সেন্টমার্টিন থেকে জাহাজগুলো কক্সবাজারে ফিরবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে সেন্টমার্টিনে যেতে পারবেন। এছাড়া আগামী দুই মাস—৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের দ্বীপে রাত্রিযাপনের সুযোগ থাকছে।
সেন্টমার্টিনমুখী জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটন মৌসুম আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :