ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশি যুবক গুলি করে মারল বিএসএফ

জেলা প্রতিনিধি,লালমনিরহাট | ডিসেম্বর ৪, ২০২৫, ১২:৫২ পিএম বাংলাদেশি যুবক গুলি করে মারল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫নং মূল সীমানা পিলারের নিকট এ ঘটনা ঘটে।

নিহত সবুজ পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন বিজিবি। নিহতের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, সবুজসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করেন। এসময় ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া মারা যান। অন্যান্যরা দ্রুত পালিয়ে আসেন। পরে বিএসএফ সদস্যরা নিহত সবুজের লাশ ভারতে নিয়ে যান।

৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বলেন, এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং প্রতিবাদও জানানো হয়েছে। মরদেহ ভারতের মাথাভাঙ্গা থানা থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!