ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

গোপালগঞ্জে আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৩, ২০২৫, ১০:৩৬ এএম গোপালগঞ্জে আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিকট শব্দে একই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এতে কোনও হাতাহাতের ঘটনা না ঘটলেও খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে।

এদিকে বিস্ফোরণ ঘটানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

পরে এক প্রেস নোটের মাধ্যমে পুলিশ জানায়, অজ্ঞাত নামা ব্যক্তিরা গোপালগঞ্জ জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের তিন রাস্তার মোড়ে দুইটি হাতে বানানো পটকা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে দ্রুত ত্যাগ করে। এতে এলাকায় বিকট আওয়াজের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে অবস্থান করে। কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল হতে সংগৃহীত আলামত এবং সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!