টানা চারদিনের পশ্চিমা বাতাসে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত বৃহস্পতিবার বিকেল থেকে হাঁড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কষ্ট হলেও জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আজ রোববার ভোর ৬টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায়ও তাপমাত্রা অপরিবর্তিত থাকে। শনিবারের তুলনায় তাপমাত্রা আজ কম, কুয়াশাও বেশি। হালকা বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।
সদর উপজেলার হিচমি বাজারের কছিমুদ্দিন বলেন, শীত যেমন-তেমন আজ ঘন কুয়াশার মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। বৃষ্টি হলে যেমন শরীর ভিজে যায় তেমনই হচ্ছে। এ অবস্থায় তেমন কেউ বাড়ির বাহির না হলেও আমার মতো লোকজনদের জীবিকার তাগিদে বের হতেই হবে। রাস্তায় কোনো লোকজন নেই। তারপরও বের হয়েছি।
জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাসচালক ছাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে এখন পর্যন্ত ঘনকুয়াশা। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে। যাত্রী নেই বললেই চলে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :