ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৫৩ এএম ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী

মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, উন্নয়ন ও মানবসেবার রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী।

রোববার (২২ ডিসেম্বর) তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর পাশে থেকে সমর্থন জানান।
ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী বলেন—
“রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া পেলে ফটিকছড়িকে একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন।

স্থানীয়দের মতে, একজন শিক্ষিত প্রকৌশলী ও মানবিক মানুষ হিসেবে ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরীর এই প্রার্থিতা ফটিকছড়ির রাজনীতিতে নতুন আশা ও আস্থার বার্তা দিচ্ছে।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!