ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

সিরাজগঞ্জে সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | জানুয়ারি ১১, ২০২৬, ১২:৫০ পিএম সিরাজগঞ্জে সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলা

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে তিন যুবক একটি মোটরসাইকেল নিয়ে তার বাড়ির পাশের রাস্তায় অবস্থান নেয়। এদের মধ্যে একজন মোটরসাইকেলে বসে থাকলেও অপর দুইজন আগুন ধরানো দুটি পেট্রোল বোমা তার বাড়ির ভেতরে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে আরও একটি বাড়ির সামনে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না অভিযোগ করেছেন মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে কিছু কাঁচের টুকরো উদ্ধার করা হয়েছে। সেগুলো পেট্রোল বোমার অংশ কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!