ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ইসলামী সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কাজীপুর উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৩৭ পিএম ইসলামী সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় রাজনৈতিক সমাবেশে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির এবং সিরাজগঞ্জ-১ (কাজীপুর সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম।

মাওলানা শাহিনুর আলম বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের অবসান ঘটিয়ে একটি ইনসাফভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র পরীক্ষিত ও নির্ভরযোগ্য শক্তি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করেই এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, মানবিক মর্যাদা এবং আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করে। আগামী দিনে জনগণের ভোটে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ সদর থানার সম্মানিত সেক্রেটারি নাজমুল ইসলাম মল্লিক।

তিনি বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায় এবং শোষণমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এই আন্দোলনের অগ্রভাগে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছোনগাছা ইউনিয়ন আমির ডাক্তার মাওলানা মোঃ নজরুল ইসলাম এবং বাগবাটি ইউনিয়ন আমির মাওলানা মোঃ সানোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন স্তরের মুরুব্বিগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

Side banner
Link copied!