ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল হত্যাকাণ্ডে আটক ৬

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | জানুয়ারি ১২, ২০২৬, ০৩:৪৩ পিএম ফটিকছড়িতে জামায়াত কর্মী জামাল হত্যাকাণ্ডে আটক ৬

ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের  শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় শনিবার রাতে  দুর্বৃত্তদের গুলিতে নিহত জামায়াত কর্মী  মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মী সহ ৬ জনকে আটক করা হয়েছে। 

এসময় অস্ত্র, কার্তুজসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ধারালো অস্ত্র- ০৮ টি (ছোরা ০৩টি, দা ০৩টি, চাকু-০২ টি)।

১১ জানুয়ারি মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার লেলাং সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক ও উক্ত মালামাল উদ্ধার করেন।

এর আগে ১১ জানুয়ারি রাত ১২টায় নিহত জামায়াত কর্মী জামালের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করে। তদন্তের স্বার্থে পুলিশ মামলার বিস্তারিত তথ্য গোপন রাখেন।

জানতে চাইলে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হতে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সাথে নিয়েছি। এ ঘটনা হত্যা মামলার রুজু হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত মিডিয়াকে সব জানানো হবে।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে উক্ত ইউনিয়নের দিঘিরপাড়ে দূর্বৃত্তদের গুলিতে জামায়াত নেতা মুহাম্মদ জামাল ঘটনাস্থলে প্রাণ হারান।

Side banner
Link copied!