ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

১৩ দিনে প্রবাসী আয় এলো ১৫১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক | ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:০৬ পিএম ১৩ দিনে প্রবাসী আয় এলো ১৫১ কোটি ডলার

চলতি ডিসেম্বরের ১৩ দিনে প্রবাসী আয় এসেছে ১৫০ কেটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য বলছে, আগের মাস নভেম্বরের গড় হিসাবে ১৩ দিনে এসেছিল ১২৫ কোটি ২১ লাখ ১২ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বরের ১৩ দিনে এসেছিল ১২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার ৬৬৬ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!