বিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। এ সময়ে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা এক মাসে প্রাপ্ত রেমিট্যান্সের হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪১ লাখ ডলার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে মোট ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি অর্থবছরের মার্চ মাসে—সে সময় প্রাপ্তির পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, ডিসেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার।
সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে এসেছে ৪৭ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার। এর আগে ২১–২৭ ডিসেম্বর পাঠানো হয় ৫৭ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ডলার। ১৪–২০ ডিসেম্বর সময়ে আসে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার এবং ৭–১৩ ডিসেম্বর আসে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার। মাসের প্রথম ছয় দিনেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।
আগের মাসগুলোর তুলনামূলক চিত্রে দেখা যায়, নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে এই অঙ্ক ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে প্রবাসী আয় ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে সদ্যসমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।


আপনার মতামত লিখুন :