উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ‘‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরা দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন।
এর আগে সোমবার রাতেই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছিলেন, পরীক্ষা স্থগিতের বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হওয়ার কথা ছিল। তবে মধ্যরাতের পর আনুষ্ঠানিকভাবে স্থগিতের সিদ্ধান্ত আসে।
আজকের (মঙ্গলবার) নির্ধারিত ছিল রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা।
এর আগে গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৭ জুলাই গোপালগঞ্জ জেলায় কারফিউয়ের কারণে ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষা স্থগিত করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :