রাজধানীর উত্তরা গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী। একদিন আগের ভয়াবহ বিমান দুর্ঘটনায় সহপাঠীদের প্রাণহানি আর আহতের ঘটনায় শোক আর ক্ষোভ নিয়ে তারা ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন।
‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার আর প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা রাস্তার ওপর অবস্থান নেন। পুলিশ কয়েক দফা সরতে বললেও তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘‘আমরা সহিংসতা চাই না। তবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। আমরা এই অবিচারের বিচার চাই।’
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ
২. আহতদের সঠিক তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে করা দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমানের ব্যবহার বন্ধ
৬. প্রশিক্ষণ পদ্ধতিতে সংস্কার
গতকাল (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে বহু শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। এদের অনেকেই হতাহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত আগুন নেভাতে ও উদ্ধার কাজে অংশ নেয়। পরে সেনাবাহিনী ও বিজিবিও উদ্ধার অভিযানে যোগ দেয়। আহতদের দ্রুত হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী: নিহত: ২৭ জন, চিকিৎসাধীন: ৭৮ জন ।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :