ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২৫, ১১:২২ এএম পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের লাহোর শহরে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে ওয়ালটন রোড এলাকা। বৃহস্পতিবার (৮ মে) সকালে ঘটে যাওয়া এ বিস্ফোরণে নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় বাসিন্দারা জানান, একের পর এক অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ এতটাই বিকট ছিল যে, আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়।


রয়টার্স ও জিও নিউজ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং সাধারণ মানুষকে সতর্ক করে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।


এখনো পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি, উৎস কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তান প্রশাসন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বিস্ফোরণগুলোর ধরণ ও সময় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে ঘনীভূত করছে।


জম্মু-কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করার পর, পাল্টাপাল্টি সামরিক হামলায় নতুন মাত্রা পেয়েছে দুই দেশের দ্বন্দ্ব।


ভারতের দাবি অনুযায়ী, মঙ্গলবার রাতে তারা পাকিস্তানের অন্তত ৯টি জায়গায় ২৪টি স্থাপনায় হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও একাধিক ভারতীয় সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় বলে দাবি করেছে।


পাকিস্তানের সামরিক বাহিনী আইএসপিআর জানিয়েছে, তারা ইতোমধ্যে ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯। ফ্রান্সের গোয়েন্দা সংস্থা একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে।


পর্যবেক্ষকদের মতে, লাহোর বিস্ফোরণ দুই দেশের সংঘাতকে শ্বাসরুদ্ধকর নতুন এক দিকনির্দেশনার দিকে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন হলো—দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে?


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner