বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বসিরহাটের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিশ্চিত করেছেন, “চীন সব সময় সত্যের পাশে থাকবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল সহায়ক ভূমিকা পালন করবে।”
ইয়াও ওয়েন বলেন, “বর্তমান আন্তর্জাতিক সংকটকালীন সময়ে দেশে-বিদেশে অমিত সংঘাত এড়াতে সন্ত্রাসবাদের অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। এ কার্যক্রমই উত্তেজনা প্রশমনের মূল পথ।” তিনি উভয় প্রতিবেশী দেশ—ভারত ও পাকিস্তান—কে বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বানও জানান।
রাষ্ট্রীয় মঞ্চে পাঁচটি মূল প্রতিজ্ঞার কথা তুলে ধরে রাষ্ট্রদূত বললেন, “শান্তি বজায় রাখা ছাড়া উন্নয়ন অচল হয়ে যাবে। বাংলাদেশ স্বাধীনভাবে অভ্যন্তরীণ সংস্কার চালিয়ে যাবে এবং আমরা এর প্রতি সর্বাত্মক শ্রদ্ধাশীল।”
ইয়াও ওয়েন আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রী নেতৃত্বে এক শতাধিক ব্যবসায়ী নিয়ে বৃহৎ বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় পাড়ি দিচ্ছেন। “এ ধরনের বাজার অভিযাত্রা আগে কখনোই হয়নি,”—দূত বলেন। তিনি আশা প্রকাশ করেন, “এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
দূতের ভাষণে আগামীর প্রকল্প আর সহযোগিতা সংক্রান্ত বিষয়ে সরাসরি কিছু উল্লেখ না থাকলেও, কূটনৈতিক এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের ভুমিকা স্পষ্টকরে দিয়েছেন তিনি। “সংস্কার আপনার দেশীয় বিষয়,”—উল্লেখ করে ইয়াও ওয়েন হওয়ার তুলনায় পশ্চিমা প্রবলশক্তির মতন খোলামেলা মনোভাবের পরিবর্তে মৌন শ্রদ্ধা প্রদর্শনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :