ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পুলিশের অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ জাল উদ্ধার ও আটক ২৭৬ জন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২৫, ০৬:৪৫ পিএম পুলিশের অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ  জাল উদ্ধার ও আটক ২৭৬ জন

গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ২৭৬ জন ।

 

দেশের মৎস্য সম্পদ রক্ষা  ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট  ২,৩৪,৮৫,১১৫ (২ কোটি ৩৪ লক্ষ ৮৫ হাজার ১১৫) মিটার অবৈধ জাল, ৫,৫৮৭ ( পাঁচ হাজার পাঁচশত সাতাশি ) কেজি মাছ, ১০,৬০,০০০ (দশ লক্ষ ষাট হাজার ) চিংড়ী রেনু পোনা,  ৯৬০ (নয়শত ষাট) কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ৫৬৫ ( পাঁচশত পঁয়তাল্লিশ )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৫ (একশত পাঁচ)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ০১ (এক)টি ড্রেজার জব্দ করা হয়।

 

গত এই অভিযানে ২৭৬ জন আসামী গ্রেফতার করা হয় এবং ২১(একুশ)টি মৎস্য, ৫(পাঁচ)টি মাদক, ১৪(চৌদ্দ)টি বেপরোয়া, ৫(পাঁচ)টি অপমৃত্যু, ১ (এক)টি হত্যা, ৩(তিন)টি বালুমহাল, ১(এক)টি বিশেষ ক্ষমতা এবং ১(এক)টি চাঁদাবাজি মামলাসহ মোট ৫১ (একান্ন)টি মামলা দায়ের করা হয় এবং ১০(দশ)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

 

কালের সমাজ/ মু./সাএ

 

 

Side banner