ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

ট্রাম্পের ভাষণ বিতর্কে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | নভেম্বর ১০, ২০২৫, ১০:২৮ এএম ট্রাম্পের ভাষণ বিতর্কে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের নির্বাচনী ভাষণের অংশবিশেষ বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে মনে হয় তিনি সমর্থকদের ক্যাপিটল হিলে যেতে ও নিজেও সেখানে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষ করে বিবিসির সাবেক এক উপদেষ্টা প্রতিষ্ঠানটির পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলার পর বিষয়টি আরও তীব্র হয়।

এরপর ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বিবিসির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস করে, যেখানে তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের সম্পাদিত সংস্করণ ব্যবহারের বিষয়টি স্বীকার করা হয়।

বিতর্কের জেরে দুই শীর্ষ কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এক যৌথ বিবৃতিতে তারা ঘটনাটিকে ‘গুরুতর সম্পাদকীয় ভুল’ বলে স্বীকার করেছেন এবং এজন্য দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে গাজা সংঘাতসহ আরও কয়েকটি আন্তর্জাতিক ইস্যুতে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগও বিবিসির বিরুদ্ধে নতুন করে আলোচনায় এসেছে।

 

কালের সমাজ/ সাএ

Side banner
Link copied!