ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মান্দায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ | ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১৪ পিএম মান্দায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধুর নাম জেসমিন আক্তার (২১), সে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের কোবাদ আলীর মেয়ে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দিঘপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (২৫), শশুর ইউনুস আলী (৫০) শাশুড়ি জোসনা বেগম (৪৫) কে আটক করেছে পুলিশ।

নিহতের বাবা কোবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এসব বিষয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়ে বসা হয়েছে। গতকাল সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর অবস্থায় জেসমিনকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আঃ গনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীসহ শশুর শাশুড়িকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!