ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

জানাল তুরস্ক, ইরানে বিক্ষোভের পেছনে যারা

কালের সমাজ ডেস্ক | জানুয়ারি ১৩, ২০২৬, ০২:৪১ পিএম জানাল তুরস্ক, ইরানে বিক্ষোভের পেছনে যারা

ইরানজুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, এ বিক্ষোভ থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। যদিও দীর্ঘদিন ধরে ইরান ও তুরস্ক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, তবু ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষা তুরস্কের কাছে অগ্রাধিকার বলে জানিয়েছে দেশটি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বর্তমান বিক্ষোভের কারণে ইরান সরকারের পতন ঘটবে—এমনটা তারা মনে করেন না। শনিবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বিক্ষোভ ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া আন্দোলনের তুলনায় ছোট পরিসরের।

তবে কিছু বিশ্লেষক ফিদানের এ বক্তব্যের সঙ্গে একমত নন। তাদের মতে, ১৯৯৯ সালের পর ইরানে এত বড় আকারের বিক্ষোভ আর দেখা যায়নি। বিশেষ করে তরুণদের অংশগ্রহণ এবারের আন্দোলনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

ফিদান মনে করেন, ইরান গত তিন দশকে নেওয়া উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতির মূল্য এখন দিচ্ছে। এসব নীতির ফলেই পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে দুর্বল করেছে। এর প্রভাব সরাসরি পড়েছে তরুণ প্রজন্মের জীবনে, যারা মূল্যস্ফীতি ও বেকারত্বের মতো সমস্যায় ভুগছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের বড় অংশ তরুণ, যারা সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে। তার আশা, ইরান সরকার সেই বার্তা বুঝতে পারবে।

বিক্ষোভের পেছনের শক্তি নিয়েও মন্তব্য করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, ইসরায়েল ইরান সরকারকে অস্থিতিশীল করতে এ বিক্ষোভে প্রভাব বিস্তার করছে। ফিদানের দাবি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ইরানি জনগণকে সরকারবিরোধী আন্দোলনে উৎসাহ দিচ্ছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!