ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৮, ২০২৪, ০৬:১৪ পিএম সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সেনপ্রধান বলেন, পার্বত্য অঞ্চল থেকে অনেকেই এখানে এসেছেন। আমারা চাই, প্রতি বছর এভাবে দিনটি উদ্‌যাপন করা হোক। এজন্য যা সহায়তা দরকার আমরা তাই করবো।

তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিশাল সম্পদ। তাই পার্বত্য অঞ্চলের শান্তির জন্য যা দরকার আমি তাই করবো।’

ওয়াকার-উজ-জামান বলেন, ‘সম্প্রীতির একটি দেশ গড়ে তুলতে চাই। এটি বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের মানুষ মিলে আমারা একটি সুন্দর দেশ গড়তে চাই।’

কালের সমাজ/এ.স/আ.য


 

Side banner
Link copied!