ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আজ তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২৫, ১০:২৭ এএম আজ তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে ঢাকা ছাড়বেন তিনি। সফরকালে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) ও তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে। অভিবাসন ও বিনিয়োগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার সফর নিয়ে রোববার প্রেসসচিব শফিকুল আলম জানান, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও গভীর হবে। প্রবাসী শ্রমিক নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হবে।

মালয়েশিয়া পৌঁছে ড. ইউনূস গার্ড অব অনারে অভ্যর্থনা পাবেন। মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এবং নির্ধারিত সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ অব নোট সই হবে।

সম্ভাব্য পাঁচটি সমঝোতা স্মারক হলো— প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিমোস (MIMOS)-এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS)-এর মধ্যে সহযোগিতা। এছাড়া হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমি নিয়ে তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে।

চুক্তি সইয়ের পর সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার সফরে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!