২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে রাজধানীতে আবারও রাজপথে নেমেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হাজার হাজার শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই তারা সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন।
জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, “আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা সচিবালয় অভিমুখে রওনা হব। আমাদের ওপর যদি আবারও হামলা চালানো হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
শিক্ষকরা জানান, তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ১,৫০০ টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন।
এর আগে, পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে ও ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে স্কুল–কলেজের ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
রোববার ও সোমবার রাতভর খোলা আকাশের নিচে অবস্থান করেছেন শিক্ষকরা। কেউ ব্যানার বা চট বিছিয়ে রাত কাটিয়েছেন। তাদের দাবি, সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।
এদিকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। শিক্ষকরা বিদ্যালয়ের আঙিনা, লাউঞ্জ ও অফিসকক্ষে বসেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
পাশাপাশি বিভিন্ন জেলায় শিক্ষকরা ব্যানার–প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংহতি জানাচ্ছেন ঢাকায় অবস্থানরত শিক্ষকদের প্রতি।
কালের সমাজ/ সাএ
আপনার মতামত লিখুন :