ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট ছিলো ৭ নভেম্বর: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ৭, ২০২৫, ০৪:৩৩ পিএম বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট ছিলো ৭ নভেম্বর: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে সেই সময়ের আধিপত্যবাদী চক্রান্ত ব্যর্থ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

তিনি বলেন, “এই দিনটি ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট। জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন।”

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “মাত্র চার বছরের শাসনামলে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আনেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে দেশের অগ্রগতির পথ তৈরি করে।”

তিনি আরও বলেন, “আজও দেশে নানা ষড়যন্ত্র চলছে। ৭ নভেম্বরের চেতনা আমাদের সেই পথেই পরিচালিত করে, যেখানে জনগণের ভোটাধিকার ও বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হবে। সেই পথেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

 

Side banner
Link copied!