ইউএনওপিএস বাংলাদেশ সংস্থাটির সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) সম্পর্কে কথা বলেছেন ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া।
ফারিয়া তার ফেসবুকে ইউএনওপিএস বাংলাদেশ পেজের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ইউএনওপিএস বাংলাদেশ আমাকে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) সম্পর্কে কথা বলার একটি প্ল্যাটফরম দেয়ার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও অসীম কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ইউএনওপিএস বাংলাদেশ শুধু যে বিভিন্ন প্রকল্পে জেন্ডার সমতা সক্রিয়ভাবে প্রচার করছে, তা নয়। তারা ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে জিবিভি-বিরোধী গুরুত্বপূর্ণ একাধিক ইভেন্টও আয়োজন করছে। একটি সমতাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রতি তাদের অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়।
তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সিরিজের ইভেন্টে আমাকে যুক্ত করার জন্য এবং এই উদ্দেশ্যে নিবেদিত কণ্ঠগুলোকে আরও শক্তিশালী করে তুলতে সহায়তা করার জন্য আবারো ধন্যবাদ ইউএনওপিএস বাংলাদেশ। এখনই সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেয়ার। আসুন, আমরা সবাই মিলে অনলাইন ও অফলাইন- সব ধরনের সহিংসতার বিরুদ্ধে, বিশেষ করে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরি।
সর্বশেষ তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেন, নীরবতার কোনো অজুহাত নেই। কর্মহীনতার কোনো অজুহাত নেই।


আপনার মতামত লিখুন :