পিরোজপুরের সদর উপজেলার নামাজপুর গ্রামের অসহায় গৃহহীন বয়োজ্যেষ্ঠ ছালেক আকন দম্পতির দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে একটি সম্পূর্ণ পাকা ঘরের চাবি তাদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে পলিথিনের ছাপরা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন ছালেক আকন ও তার স্ত্রী। বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর-এর নজরে এলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ উদ্যোগে দ্রুত একটি পাকা ঘর নির্মাণ সম্পন্ন করে তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় তিনি বলেন, গৃহহীন বয়োজ্যেষ্ঠ দম্পতির হাতে একটি পাকা ঘরের চাবি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সহ-সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার, দপ্তর সম্পাদক আল রাজী জোহা, সদস্য মনিরুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘরের চাবি পেয়ে আবেগাপ্লুত ছালেক আকন বলেন, আমি দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো ঘর পাইনি। আজ জেলা প্রশাসন ও পজেটিভ পিরোজপুরের মাধ্যমে একটি পাকা ঘর পেয়েছি। আমরা খুবই খুশি এবং মনেপ্রাণে সবার জন্য দোয়া করি।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত এই পাকা ঘরটি ছালেক আকন দম্পতির নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :