কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা আরও দুই মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। রবিবার (২৭ জুলাই) সকাল ৭টায় উপজেলার আলী আকবরী এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আল আমিন (২০)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফাতেমানগর কাঠাল রাজবাড়ী গ্রামের মো. মজিবর রহমান হাবিবের ছেলে।
নিহতের চাচা আলী হোসেন জানান, সিলেট থেকে মাছ বিক্রি করে ত্রিশালে ফেরার পথে আলী আকবরী এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাদের পিকআপকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয় এবং বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।”
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. শাহাবুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে পিকআপসহ থানায় আনা হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা হয়েছে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :