মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে ডুবে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা একই গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় আয়েশা একা খেলছিল। হঠাৎ তাকে কোথাও না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে আয়েশাকে ভাসতে দেখে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির পরিবার কোনো অভিযোগ করেনি।”
স্থানীয়রা জানান, এলাকায় ছোট ছোট শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুর ঘাটে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :