ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

শিবচরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:২২ পিএম শিবচরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরের শিবচর উপজেলায় নিজ বাড়ি থেকে রেনু বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য।

নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, সকালে মেয়ে একাধিকবার ফোন করেও মায়ের সাড়া না পেয়ে তাদের খবর দেন। তারা গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, বিছানায় রেনু বেগমের নিথর দেহ। পরে পুলিশে খবর দেওয়া হলে শিবচর থানার একটি দল এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘরে মালপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এক মাস আগেও একই বাড়িতে চুরি হয়েছিল বলে তারা জানান।

শিবচর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

এদিকে এলাকাবাসীর ধারণা, বিষয়টি শুধুই চুরির ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো রহস্যও লুকিয়ে থাকতে পারে।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!