ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

শিবচরে চা দোকানীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:২৫ পিএম শিবচরে চা দোকানীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মাদারীপুরের শিবচরে পাচ্চর বাজারে রমেন মালো (৩৫) নামে এক চা দোকানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয়রা তার দোকানের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত রমেন মালো শিবচর উপজেলার পুলিয়া চন্দা গ্রামের রামা মালোর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে পাচ্চর বাজার সংলগ্ন মালোপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি চায়ের দোকানদার ছিলেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পারিবারিক সুত্রে জানা যায়; গতকাল বিকেলে বাসা থেকে খাবার খেয়ে বের হয় রমেন। রাতেও বাসায় ফেরেনি মোবাইল না থাকায় তার স্ত্রী কোনভাবে যোগাযোগ করতে পারেনি।

স্থানীয়রা ধারণা করছেন পারিবারিক কলহের জের এবং ঋণগ্রস্থ হওয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করেছি। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!