মাদারীপুরের শিবচর পৌর এলাকার শিবচর বাজারে অবস্থিত কবির মেহেরুন শিশু শিক্ষালয় সংলগ্ন একটি পরিত্যক্ত টিনশেড ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধ বার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিনশেড ঘরটি শিবচর উপজেলার গিয়াসউদ্দিন খানের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ঘরটিতে হঠাৎ আগুন লাগলে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানটি অগ্নিকাণ্ডের একেবারে পাশে থাকলেও কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের সব শিক্ষার্থী নিরাপদে আছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সময় বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত শিবচর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :