ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৬ পিএম কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

খুলনার কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী এবং পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনুর রশিদ।

সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্লাহ, কারিতাসের মিল কোঅর্ডিনেটর মো. ইব্রাহিম হোসেন, মাঠ কর্মকর্তা মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুস সালাম, ইউপি সদস্য আবু হাসান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, কুদরত উল্লাহ ফারুক, সিএসও নেটওয়ার্কের সদস্য মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটনসহ আরও অনেকে।

সভায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!