সিরাজগঞ্জে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী আয়োজিত ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং উপজেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী। এছাড়া সভায় স্থানীয় সাংবাদিক নেতারা গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন।
অনুষ্ঠানটি দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এবং সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
কালের সমাজ // র.ন


আপনার মতামত লিখুন :