ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মান্দায় জামায়াতের এমপি প্রার্থীর পূজামণ্ডপ পরিদর্শন

জেলা প্রতিনিধি, নওগাঁ | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:২৭ এএম মান্দায় জামায়াতের এমপি প্রার্থীর পূজামণ্ডপ পরিদর্শন

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমীর খন্দকার আব্দুর রাকিবের পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি সোমবার (২৯ সেপ্টেম্বর) শোডাউনে রূপ নেয়।

বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি প্রসাদপুর কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে শুরু করে কামারকুড়ি, কুসুম্বা, বাদলঘাটা, ঘাটকৈর, কালীতলা, কালিকাপুর বাজারসহ মান্দা, কুসুম্বা, পরানপুর ও ভালাইন ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত পূজারীদের উদ্দেশে খন্দকার আব্দুর রাকিব বলেন, “৫৩ বছর ধরে আপনাদেরকে ‘সংখ্যালঘু’ শব্দের মাধ্যমে হেয় করা হয়েছে। কিন্তু আপনারা কেউ সংখ্যালঘু নন, আপনারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে সবার অধিকার সমান।”

তিনি দাবি করেন, জামায়াত কখনো ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করেনি। ৫ আগস্টের জুলাই বিপ্লবের পরও জামায়াতের কোনো কর্মী মন্দিরে হামলা বা ভাঙচুর করেনি। একই বাজারে মন্দির ও মসজিদ শত বছর ধরে পাশাপাশি রয়েছে, তবু কোনো দ্বন্দ্ব হয়নি, এটাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ বলে উল্লেখ করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি জামায়াত নির্বাচিত হয়, তবে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কিংবা মানি লন্ডারিং থাকবে না।”

পূজার শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীন নওগাঁ জেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ৪নং মান্দা (সদর) ইউনিয়ন চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেনসহ জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!