ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে প্রেমিকার অবস্থান

জেলা প্রতিনিধি, নওগাঁ | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৩০ এএম মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে প্রেমিকার অবস্থান

নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন আয়েশা আক্তার (১৯) নামের এক তরুণী। প্রেমিকার আকস্মিক আগমনে প্রেমিক বিপ্লব পালিয়ে যাওয়ায় এখনো বাড়িতে বসে অশ্রুসিক্ত সময় কাটাচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত সিমুলিয়া গ্রামের জেকের আলীর বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী। এ সময় নানা গালিগালাজ ও কটু কথা সহ্য করেও তিনি সেখানেই রয়েছেন।

আয়েশা আক্তার অভিযোগ করে বলেন, প্রায় চার-পাঁচ বছর আগে বিপ্লবের সঙ্গে তার পরিচয় হয়। ঢাকায় কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিপ্লব তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে সম্পর্ক চলার পর বিভিন্ন সময়ে বিপ্লব তার কাছ থেকে অর্থও নিয়েছে। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে দুই মাস আগে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

প্রেমিকা আরও জানান, “আমি খোঁজ নিয়ে না পেয়ে অবশেষে তার বাড়িতে আসি। কিন্তু আমাকে ভয়ভীতি দেখিয়ে না পেরে সে পালিয়ে গেছে। এখন যদি বিয়ে না করে, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”

ঘটনা সম্পর্কে জানতে বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি তাদের জানা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!